বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নালিতাবাড়ীতে হাতির আক্রমণে দুজন আহত

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

নালিতাবাড়ীতে হাতির আক্রমণে দুজন আহত

শেরপুরের নালিতাবাড়ী সিমান্তে কয়েক দিনের ব্যবধানে হাতির আক্রমণে আরও ২জন আহত হয়েছে। আহতরা হলেন, বুরুঙ্গা কালাপানি এলাকার অলিল মিয়ার ছেলে আলম মিয়া ও মৃত আব্দুল কুদ্দুছের ছেলে খলিল মিয়া। 

গত বৃহস্পতিবার রাতে বাতকুচি এলাকায় হাজি ওমর আলী নামের একজন নিহত হওয়ার পর এক সপ্তাহের ব্যবধানে কালাপানি এলাকায় কালাপানি তালতলা বন্দের বোর ফসলি জমিতে ৩০/৩৫টি বন্যহাতির দল বোর ফসল খেতে শুরু করে। স্থানীয় কৃষকদের নিয়ে হাতি প্রতিরোধ কমিটির সদস্য মো. খলিল মিয়া সারারাত হাতি প্রতিরোধ করে যাচ্ছিল। 

ভোরে হাতির দলটি প্রায় ৫ একর জমির বোরধান সাবার করে। এদের উপর আক্রমণ করে। এসময় প্রতিরোধ কমিটির সদস্য মো. খলিল মিয়াকে পা দিয়ে ডান পায়ের পা গুড়িয়ে আহত করে। অপর দিকে অলিল মিয়ার ছেলে আলমকে শুড়দিয়ে পেচিয়ে আছাড় দিলে বাম পা ভেঙে গুড়িয়ে যায়। উভয়ে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন।
 
সরেজমিনে গিয়ে জানা যায়, হাতির দলটি গত ২ সপ্তাহ যাবৎ পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা, কালাপানি বাতকুচি এলাকায় পাকাধান বিনষ্ট, ঘর-বাড়ি ভাংচুর করে যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ৮টি বাড়ি কয়রকটি ফলজ বাগান তছনছ করেছে। 

স্থানীয়রা জানান, হাতি প্রতিরোধে সোলার ফান্সিং ব্যবস্থা না করা হলে হাতির অব্যাহত তান্ডব থেকে জানমাল রক্ষা করা সম্ভব নয়। এ ব্যাপারে মধুটিলা রেঞ্জ অফিসার রফিকুল ইসলাম জানান, ক্ষতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।

টিএইচ