বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

নাসিরনগর উপজেলা আ.লীগের সভাপতি গ্রেপ্তার

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নাসিরনগর উপজেলা আ.লীগের সভাপতি গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল ও বোমা বিস্ফোরক হামলার মামলায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আ.লীগের সভাপতি অসীম কুমার পালকে গত সোমবার রাতে নাসিরনগর উপজেলার ফাউন্দাক ইউনিয়নের তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার রাতে ডিবি পুলিশ ও নাসিরনগর থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার ফান্দাউক ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

নাসিরনগর থানার ওসি মো. আবদুল কাদের জানান, আসামির নামে ভাঙচুর অগ্নিসংযোগ, ককটেল ও বোমা বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। নাসিরনগর থানার ওসি মো. আবদুল কাদের তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

টিএইচ