সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

নিকলীতে অবহেলায় নষ্ট হচ্ছে স্থাপনা : বিঘ্ন শিক্ষার পরিবেশ

কিশোরগঞ্জ প্রতিনিধি

নিকলীতে অবহেলায় নষ্ট হচ্ছে স্থাপনা : বিঘ্ন শিক্ষার পরিবেশ

কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার দামপাড়া পূর্বহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইট, গ্রিল, রড অবৈধভাবে বিক্রির সময় ৪ টন রড জব্দ করেছে স্থানীয় এলাকাবাসী। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন মো. আবু বাক্কার ছিদ্দিক। 

অভিযোগের ১৫ দিন পার হলে বিষয়টি সমাধান না হওয়ায় এতে এলাকার মধ্যে ক্ষোভসহ মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সঠিক তদারকির অভাবে বিদ্যালয়ের শিক্ষার কার্যক্রম ব্যাহত হচ্ছে। দিন দিন কমে যাচ্ছে শিক্ষার্থীর হার।

সরেজমিন দেখা যায়, দামপাড়া পূর্বহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রভাবশালীদের গো-খামারে পরিণত হয়েছে এবং লাকড়ি ঘরে পরিণত হয়েছে বিদ্যালয়ের ছাত্রদের চলাচলের রাস্তায়। এ বিষয়ে কয়েকজন শিক্ষার্থী জানান, মাত্র দুজন শিক্ষকই নিয়মিত ক্লাস নিয়ে থাকেন। প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকরা স্কুলেই আসেন না। 

তবে মৌলভী হুজুর ১৫ দিন পরপর এসে আমাদের বিভিন্ন গল্প শোনান। শিক্ষাঙ্গনটি একটি পরিবার কেন্দ্রিক হয়ে যাওয়ায় এখানে দুর্নীতি ও স্কুলের মালামাল কোনো টেন্ডার ছাড়া বিক্রিসহ অসংখ্য অনিয়মে জর্জরিত।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল জব্বার আনসারীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, স্কুলের রডগুলো চুরি হয়েছিল। তবে কে বা কারা করেছে আমি জানিনা। এলাকাবাসী গাড়িটি আটকে গ্রামপুলিশসহ মালামালগুলো পুনরায় স্কুলের স্টোররুমে রাখা হয়েছে। স্টোর রুমের চাবি আমার কাছেই থাকে।

উপজেলা শিক্ষা অফিসারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমার কাছে চিঠিটি এসেছে। বিভিন্ন কাজের চাপ থাকায় ব্যবস্থা নিতে একটু দেরি হচ্ছে। তবে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব।

নিকলী উপজেলা নির্বাহী অফিসার শাকিলা পারভিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, একটি অভিযোগ আমি পেয়েছি। অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছি। তদন্ত সাপেক্ষে উনি ব্যবস্থা গ্রহণ করবেন।

স্কুল কমিটির সভাপতি অনুপম মাহমুদ রুবেলের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

টিএইচ