বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নিকলীতে জরাজীর্ণ সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

নিকলীতে জরাজীর্ণ সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল

কিশোরগঞ্জের নিকলীতে নরসুন্দা নদীর ওপর জরাজীর্ণ সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলছে হাজার হাজার যানবাহন। সেতুর পাটাতন, দুই পাশের রেলিং ভেঙে পড়েছে, আস্তর খসে বেরিয়ে পড়েছে পিলারের রড। নিষেধাজ্ঞা থাকার পরও সেতুর ওপর দিয়ে চলছে মালবাহী ট্রাক। 

এতে যেকোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। নিকলী উপজেলা সদরের সঙ্গে মহরকোনা, দামপাড়া ও কামালপুর সংযোগ সেতুটির ওপর দিয়ে প্রতিদিন পারাপার হচ্ছেন নিকলী, দামপাড়া, কারপাশা, সিংপুরসহ চারটি ইউনিয়নের মানুষ। 

খাড়া সেতুতে উঠতে গিয়ে রিকশা ও অটোরিকশা উলটে মধ্যেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. সামছুল হক রাকিব জানান, ১৯৯৮ সালে ৯৫ মিটার দীর্ঘ ও আড়াই মিটার প্রস্থের এ সেতুটি নির্মাণ করে এলজিইডি। 

শুধু মানুষের হেঁটে চলাচলের জন্য এটি নির্মাণ করা হয়েছিল। পরে মানুষের প্রয়োজনে এটির ওপর দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। নতুন করে ২৪০ মিটার একটি ব্রিজের চূড়ান্ত ডিজাইন এলজিইডি হেড অফিসে আনুমোদনের অপেক্ষায় আছে।

দুর্ভোগের কথা স্বীকার করে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান ইউএনও মো. শাকিলা পারভিন। মানুষকে সচেতন করতে ব্রিজের পাশে সতর্কতামূলক সাইনবোর্ড লাগানো হয়েছে বলেও জানান তিনি।

টিএইচ