রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

নিখোঁজের চার দিনপর নারীর মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি

নিখোঁজের চার দিনপর নারীর মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটের নলধা মৌভোগ ইউনিয়নের জয়পুর গ্রামের একটি পুকুর থেকে বুধবার (৫ ফেব্রুয়ারি) নারীর মরদেহ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে হত্যার পর শরীরে ইট বেঁধে মরদেহ পুকুরে ফেলেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

উদ্ধার হওয়া মরদেহটি সুরাইয়া শারমিনের। তিনি নড়াইল জেলার সদর উপজেলার আলতাফপুর গ্রামের প্রয়াত আব্দুল কমির মোল্লার মেয়ে।

গত শুক্রবার বান্ধবীর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন শারমিন। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে গত শুক্রবার নড়াইল সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার।

ফকিরহাট থানার ওসি মো. আলমগীর কবীর জানান, খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে থেকে মরদেহ তোলে। মরদেহের শরীরে বেশ কয়েকটি ইট বাঁধা ছিল।

টিএইচ