মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২
The Daily Post

নিজের শিশুকে হত্যাচেষ্টায় পিতা আটক

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

নিজের শিশুকে হত্যাচেষ্টায় পিতা আটক

রংপুরের গঙ্গাচড়ায় পারিবারিক কলহের জের ধরে নিজের ১১ মাস বয়সী শিশুকে হত্যার চেষ্টা করেছেন তার পিতা। এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত পিতাকে আটক করে গঙ্গাচড়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি সজিব মিয়া উপজেলার দক্ষিণ কোলকোন্দ এলাকার বাসিন্দা। 

ভুক্তভোগী মা হামিদা বেগমের অভিযোগ, সজিব মিয়া দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। ঘটনার দিন ১৬ ডিসেম্বর সন্ধ্যায়, সজিব মিয়া তার শ্বশুর বাড়িতে অবস্থানরত  শিশুকে হত্যার উদ্দেশ্যে স্ত্রীর কোল থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে মারধর করেন এবং শিশুটিকে মাটিতে আছাড় দেন। 

এতে শিশুটির মাথা ফেটে রক্তাক্ত জখম শিশুটির নাক দিয়ে রক্ত বের হয়। এ ঘটনায় মা ও সন্তান গুরুতর আহত অবস্থায়   প্রতিবেশীরা তাদের উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে। 

গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ জানান, অভিযুক্তের বিরুদ্ধে মামলা হয়েছে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে,  তদন্ত চলমান রয়েছে। 

টিএইচ