বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নিজ অফিস কক্ষ থেকে ভূমি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশাল ব্যুরো  

নিজ অফিস কক্ষ থেকে ভূমি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের নিজ কক্ষ থেকে ভূমি কর্মকতার গলায় ফাঁস দেয়া অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম মু. জসীম উদ্দিন খান। তিনি গত ৪ বছর যাবৎ সেখানে সার্ভেয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান।

রোববার রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় থানার পুলিশ সদস্যরা। এ সময় ভূমি অফিসের তিন তলায় অফিস কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ প্রথমে ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা মনে হলেও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধারকৃত ভূমি কর্মকর্তার লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ(শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নৈশপ্রহরী নিখিল জানান, রাত ৭টার দিকে তাকে হোটেল থেকে ভাত নিয়ে আসার জন্য বলেন সার্ভেয়ার জসিম। খাবার নিয়ে এসে কক্ষ ভিতর থেকে আটকানো পেয়ে ডাকাডাকি শুরু করেন। বেশ অনেকক্ষণ যাবৎ কোনো সাড়াশব্দ না পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, মৃতের বয়স আনুমানিক পঞ্চাশ বছর। স্থানীয়রা প্রথম টের পেয়ে আমাদের খবর দিলে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে রুমের দরজা ভেঙে ভিতর থেকে গলায় ফাঁস দেয়া মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

টিএইচ