বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নিরাপদ পানি নিশ্চিতে ইপিআরসির সভা 

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

নিরাপদ পানি নিশ্চিতে ইপিআরসির সভা 

ভাঙ্গায় জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর ও এনজিও সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন রিসার্চ সেন্টারের উদ্যোগে আর্সেনিক ঝুঁকি নিরসনে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতকরণ বিষয়ক উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও বি.এম.কুদরত-এ-খুদার সভাপতিত্বে ও ইপিআরসির ভাঙ্গা এরিয়া ম্যানেজার হামিদুল ইসলামের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাওছার ভূইয়া। আরো উপস্থিত ছিলেন ইউনিসেফ প্রতিনিধি আনোয়ার হোসেন, প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আমজাদ হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুন পাল, মহিলাবিষয়ক কর্মকর্তা ইলা কুন্ডু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন ও সাংবাদিকরা। 

এভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন রিসার্চ সেন্টার ইপিআরসি চলতি বছরের শুরু থেকে উপজেলার আলগী, ঘারুয়া, তুজারপুর, চুমুরদি ইউনিয়নে নিরাপদ খাবার পানি ও স্যানিটেশন নিয়ে কমিউনিটি পর্যায়ে কাজ করছে।

টিএইচ