সারাদেশে ১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পাদনের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সভায় ১৩ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত ১ মাস কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। নির্দেশনার প্রেক্ষিতে ১২ই ফেব্রুয়ারি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে কক্সবাজার জেলা প্রশাসন।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) কক্সবাজারের চকরিয়া পৌর সদরে অবস্থিত কোচিং সেন্টারগুলো ভোর ৭টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত চালু থাকতে দেখা গেছে।
এই বিষয়ে জানতে চাইলে চকরিয়া মাধমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সব কোচিং সেন্টারগুলোর তালিকা করে ইউএনও স্যারের সহযোগিতা নিয়ে অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেয়া হবে।
টিএইচ