শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

নির্বাচন চলাকালীন গুজবে কান দেয়া যাবে না : খাগড়াছড়ি ডিসি

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি      

নির্বাচন চলাকালীন গুজবে কান দেয়া যাবে না : খাগড়াছড়ি ডিসি

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা বাবুছড়া ইউপিতে আগামী ১৭জুলাই ব্যালট পেপারের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণবিধি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত্ত মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট প্রধান অতিথির বক্তব্যে বলেন, নির্বাচন চলাকালীন সময় অনেক গুজব ছড়ায়, যাচাই-বাচাই না করে এসব গুজবে কান দেয়া যাবে না। 

সকল ভোটরকে ভোটার কেন্দ্রে এসে যাতে শান্তিপূর্ণ ভোটারাধিকার প্রয়োগ করতে পারে সকলকে সহযোগিতা করতে হবে। আইন শৃংখলা বাহিনীর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নির্বচনী আচারণবিধি মেনে চলতে হবে। তাহলে শান্তিপূর্ণভাবে নির্বচান সম্পন্ন করা সম্ভব। 

বুধবার (১২ জুলাই) উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা অঢিটরিয়াম সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আলাফাতুল আরমের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্যে রাখেন, উপজেলা নির্বাচনী কর্মকর্তা মুহাম্মদ শাহেনসা লতিফুর রহমান খায়ের। 

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহমুদা বেগম,  জেলা নির্বাচনী কর্মকর্তা মো. কামরুল আলম, দীঘিনালা ওসি মোহাম্মদ আলী, দীঘিনালা জোনের প্রতিনিধি অ্যাডজুটেন্ট ল্যাফটেন্যান্ট মেহরাজ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহ মোফাচ্ছেল  প্রমুখ। 

এছাড়া প্রতিদ্বদ্ধী প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দীপুলাক্ষ্য চাকমা, সন্তোষ জীবন চাকমা, গগন বিকাশ চাকমা, নৌকা প্রতিক প্রার্থী অনুপম চাকমা মেম্বার পদপ্রার্থী মো. জাকির হোসেন। এতে সকলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যশা করেন। 

টিএইচ