সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

নীলফামারীতে অফিসার্স কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে অফিসার্স কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

নীলফামারী জেলার সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে অফিসার্স কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গত সোমবার রাতে নীলফামারী পুলিশ লাইন্সে প্রধান অতিথি হিসেবে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিম।

এতে জেলা পুলিশ সুপার গোলাম সবুরের পিপিএম সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

উদ্বোধনী দিনের প্রথম খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন জেলা পুলিশ টিম ও সৈয়দপুর-১ টিম। এতে ২-০ সেটে জয়লাভ করে জেলা পুলিশ। দ্বিতীয় খেলায় প্রতিদ্বন্দ্বীতা করে জেলা বিচার বিভাগ ও ডিমলা-২। এতে ২-১ সেটে জয় লাভ করে ডিমলা-২।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সহদেব চন্দ্র রায়, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, জেলা গোয়েন্দা সংস্থা (এন.এস.আই) এর উপ-পরিচালক খালিদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ও জেলা ক্রীড়া অফিসার আবুল হাসেমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের আয়োজনে ও অফিসার্স ক্লাবের সহযোগিতায় এই টুর্নামেন্টে জেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে গঠিত ২০ টি দল খেলায় অংশগ্রহণ করছে।

টিএইচ