বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নীলফামারীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পুলিশ বদ্ধপরিকর : এসপি

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পুলিশ বদ্ধপরিকর : এসপি

নীলফামারীতে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচন ও উপ-নির্বাচন উপলক্ষে পুলিশের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ জুলাই) নীলফামারী পুলিশ লাইন্স মাঠে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়। ওই ব্রিফিংয়ে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. গোলাম সবুর (সেবা)।

এসময় উপ-নির্বাচন উপলক্ষে ব্রিফিংয়ে অংশগ্রহণকৃত আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত অফিসার ও ফোর্সদের অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান জেলা পুলিশ সুপার।

 জেলা পুলিশ সুপার বলেন, ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান ও ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে নীলফামারী জেলা পুলিশ বদ্ধপরিকর।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর সার্কেল মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ সাইফুল ইসলাম,  সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহসহ নির্বাচিত দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সদস্যরা উপস্থিত ছিলেন ।

টিএইচ