সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নীলফামারীতে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান

নীলফামারী পুলিশ লাইন্স একাডেমির নয় কৃতি শিক্ষার্থীকে আইজিপি শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। বুধবার (০৫ জুন) পুলিশ লাইন্স একাডেমিতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কর্তৃক ২০২৩ সালের ৫ জন এবং ২০২৪ সালের ৪ জন শিক্ষার্থীর মধ্যে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। 

তারা সবাই এসএসসিতে জিপিএ-৫ অর্জন করে। পুলিশ লাইন্স একাডেমির প্রধান শিক্ষক তোফায়েল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম। 

বৃত্তিপ্রাপ্তরা হলেন, সুমাইয়া আক্তার, কিয়ারা দ্যুতি মোল্লা, রেজওয়ানা আক্তার, বিবিএম ইমরান, আব্দুল মাজিদ আফ্রিদি এবং অর্চণা রায় তিথী, ওরদাতুল জান্নাত তাজিন, জেলিয়া আফরোজ লিনা ও আব্দুল রাশেদ ইসলাম। প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ জানান, কৃতি শিক্ষার্থীদের ৫ হাজার টাকা, আইজিপি সনদ এবং একটি করে ক্রেস্ট প্রদান করা হয়।

টিএইচ