বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নীলফামারীতে চিলাহাটি-ঢাকা রুটে দিবাকালীন ট্রেনের যাত্রা শুরু

নীলফামারী প্রতিনিধি 

নীলফামারীতে চিলাহাটি-ঢাকা রুটে দিবাকালীন ট্রেনের যাত্রা শুরু

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে দিবাকালীন ডোমারের চিলাহাটি-ঢাকারুটে নতুন একটি আন্তঃনগর ট্রেন পেল ডোমারবাসী।

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ভার্চুয়ালি নতুন যাত্রীবাহী ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনটির উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এম তোফাজ্জল মিয়া সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রেলওয়ে সচিব ড. মো. হুমায়ুন কবীর।

ট্রেনটি ডোমারের চিলাহাটি ঢাকা রুটে সপ্তাহে ছয়দিন চলাচল করবে। উদ্বোধন উপলক্ষে ডোমারের চিলাহাটি রেলওয়ে স্টেশনে এক অনুষ্ঠানের  আয়োজন করা হয়েছে। ট্রেনটি আধুনিক সুযোগ-সুবিধাসহ আটশ যাত্রী বহনের ক্ষমতা সম্পন্ন ট্রেনটি দিবাকালিন চলাচল করবে। 

ডোমারের চিলাহাটিতে উদ্বোধনী অনুষ্ঠান চিলাহাটি রেলওয়ে চত্ত্বরে অনুষ্ঠিত হয়। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন রেল বিভাগের মহাপরিচালক কামরুল আহসান, নীলফামারী-২ আসনের এমপি বীরমুক্তিযোদ্ধ আসাদুজ্জামান নুর, এমপি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত আসনের এমপি রাবেয়া আলিম, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান, জেলা আ. লীগের সভাপতি ও পৌরমেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মমতাজুল হক, উপজেলা নির্বাহী অফিসার পূবন আখতার, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ডোমার থানার ওসি মাহমুদ উন নবী, পৌরমেয়র মনছুরুল ইসলাম দানু প্রমুখ।

উদ্বোধন শেষে নতুন ট্রেনটি ১১টি বগি নিয়ে যাত্রা শুরু করে। এসি চেয়ারকোচ ২টি, কেবিন কোচ একটিসহ মোট ৮০০ আসন রয়েছে আন্তঃনগর ট্রেনটিতে। ৪ জুন দিবাকালিন এই ট্রেনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও আগামী ৭ জুন থেকে নিয়মিত চিলাহাটি ঢাকারুটে আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি চলাচল করবে বলে ট্রেনের পরিচালক মো. সহিদুল ইসলাম জানিয়েছেন।

টিএইচ