সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

নীলফামারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক  প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নীলফামারী প্রতিনিধি 

নীলফামারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক  প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক জেলা পর্যায়ের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার (২৮ ফেব্রুয়ারি) নীলফামারী বড় মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রধান অতিথি থেকে বেলুন উড়িয়ে আনুষ্টানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাশিদা আক্তার। 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিকের সভাপতিত্বে উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা শিক্ষা অফিসার জছিজুল আলম মণ্ডল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সাত্তার, আতাউল গনি ওসমানী, নুরুজ্জামান ও মোতাহার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

টিএইচ