বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১
The Daily Post

নীলফামারীতে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্টকে গলাকেটে হত্যা

আল-আমিন, নীলফামারী

নীলফামারীতে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্টকে গলাকেটে হত্যা

নীলফামারীর ডিমলায় ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট আনোয়রুল ইসলাম চৌধুরীকে (৪৫) গলাকেটে হত্যা করেছে দূর্বত্তরা। তিনি ডিমলা সদর ইউনিয়নের কাউশা মোড় সংলগ্ন নিজ বাসায় তাকে হত্যা করা হয়।

আনোয়ারুল জেলার জলঢাকা উপজেলার খারিজা গোলনা গ্রামের আব্দুল হাই এর ছেলে। নিহত আনোয়রুল দীর্ঘ ১৮ বছর থেকে ওই ইউনিয়নের কাউশা মোড়ে বসবাস করেন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লাইছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার (৮ অক্টোবর) গভীর রাতে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারনা করছে। ওইদিন নিহতের স্ত্রী সুখি বেগম (৩০), ছেলে সজিব (১০) ও কন্যা আখি মনি (৭) গ্রামের বাড়ী বেড়াতে যায়।

রোববার (৯ অক্টোবর) সকালে বাসা সংলগ্ন মোটরসাইকেল মেকার পল্লব দোকান খুলে বাসার ভিতরে গেলে আনোয়রুল ইসলামের ঘরের দরজা খোলা এবং উঠানে রক্ত দেখতে পায়, রুমে তাকিয়ে দেখে গলা কাটা দেহ পড়ে আছে। পল্লব ও এলাকাবাসী, থানায় সংবাদ দিলে পুলিশ বাসাটি ঘিরে রাখে।

ডিমলা থানার অফিসার ইনচার্জ মো. লাইছুর রহমান বলেন, ঘটনাটির তদন্তের জন্য সিআইডির ক্রাইম সিনের টিমd আসার জন্য বাসায় কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সিআইডি ও পিবিআই টিমের তদন্তের কাজ চলমান আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তদন্ত টিম কাজ করছে। 

এআই