ক্রিমিনাল রুলস এন্ড অর্ডারস ২০০৯ এর প্রথম খন্ডের বিধি ৪৮১ মোতাবেক অত্র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি সকল আদালত এ অফিসের কার্যাদি সুষ্ঠুভাবে সম্পাদন ও বিচারাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির লক্ষে আনুষঙ্গিক বিষয়াদি আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জুন) নীলফামারী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স রুমে আয়োজিত ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনর্ফারেন্স অনুষ্ঠিত হয়।
নীলফামারী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স এ উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হাসান, সহদেব চন্দ্র রায়, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আমিরুল ইসলাম, নীলফামারী জেলার সকল ওসিরা।
নীলফামারী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, মামলা দ্রুত নিষ্পত্তিতে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণ এবং এর উত্তোরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, উন্মুক্ত আলোচনায় সকলের অংশগ্রহণে একটি প্রাণবন্ত কনফারেন্স এ পরিনত হয়।
টিএইচ