সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

নীলফামারীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

নীলফামারীর ডোমারে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে এক প্রতিবন্ধী কিশোরীকে জোর করে ধর্ষণের অভিযোগে রাকিব ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ জানুয়ারি) ভোরে উপজেলার সোনারায় ইউনিয়নের কুমবাড়িডাঙ্গা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে ওই এলাকার দুলাল হোসেনের ছেলে।

ডোমার থানা পুলিশ ও ভিকটিমের পারিবারিক সুত্রে জানা যায়, ‍‍`গেল বছরের ১৯ ডিসেম্বর রাতে আনুমানিক সাড়ে ১০টায় সোনারায় ইউনিয়নের একটি মাহফিল থেকে বাড়ি ফিরছিল ওই প্রতিবন্ধী কিশোরী। 

পথিমধ্যে অভিযুক্ত রাকিব তাকে জোর করে ধর্ষণ করে। ওই প্রতিবন্ধী কিশোরী লোকলজ্জার ভয়ে বিষয়টি প্রকাশ না করলেও তার আচরণে কিশোরীর মায়ের সন্দেহ হয়। পরে তার মায়ের কাছে জোর করে ধর্ষণের ঘটনা প্রকাশ করেন।‍‍`

এ বিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, ‍‍`কিশোরীর পিতামাতা ও ধর্ষণের শিকার ওই কিশোরী কন্যাসহ ডোমার থানায় এসে ধর্ষণের কথা জানালে মামলা রুজু করা হয়। মামলা নং-১১(০১)২৩। জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনা মোতাবেক তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে রাকিবকে গ্রেপ্তার করা হয়।‍‍`

মাহমুদ উন নবী বলেন,‍‍` প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব ধর্ষণের কথা স্বীকার করেন। ভিকটিমের মেডিকেল পরীক্ষা, আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরনসহ অন্যান্য আইনগত বিষয়সমুহ প্রক্রিয়াধীন রয়েছে।‍‍`

টিএইচ