সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

নীলফামারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিস্তা পারের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ওষুধ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দল। 

গত সোমবার রাতে ডোমার ডিমলার সাবেক এমপি ইঞ্জি. শাহরিন ইসলাম তুহিনের সহযোগিতায় ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এ সামগ্রী বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম বাবলা, টেপাখড়িবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন আলী,  সাধারণ সম্পাদক ইউসুফ আলী, স্বেচ্ছাসেবক দল জেলা শাখার সহ-সভাপতি; মোহাম্মদ মহসিন, যুগ্ম সাধারণ সম্পাদক; ইঞ্জিনিয়ার  হেদায়েত হোসেন হান্নান, ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর কবির প্রিন্স প্রমুখ।

টিএইচ