বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নীলফামারীতে মাদকসহ তিন কারবারি আটক

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে মাদকসহ তিন কারবারি আটক

নীলফামারীতে র্যাবের মাদকবিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলের বিশাল চালানসহ তিনজন শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী। 

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ ছাড়াও নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবন্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, প্রতারক, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে র্যাবের ব্যাপক অভিযান অব্যাহত থাকে। 

এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২, নীলফামারীর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ মে) সকালে নীলফামারী জেলার জলঢাকা থানাধীন শেখমারী ইউনিয়নের অন্তর্গত মনিগঞ্জ গ্রামস্থ ধৃত মো. জিয়ারুল হকের বসতবাড়ির পূর্ব দুয়ারি আধাপাকা বসতঘরের ভেতর অভিযান পরিচালনা করে ৮৪৩ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ তিনজন শীর্ষ মাদক কারবারি মো. হাসানুর রহমান (২১), মো. জিয়ারুল হক (৩৩), মো. আব্দুল মালেককে (২০) আটক করতে সক্ষম হয়।

র্যাব-১৩ এর স্কোয়াড্রন লিডার উপপরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামিরা জানায়, তারা দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত এবং বহুদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের বড় বড় চালান পার্শ্ববর্তী দেশ থেকে পাচার করে নীলফামারী জেলাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।

টিএইচ