শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে চাঁদাবাজি মামলা 

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে চাঁদাবাজি মামলা 

নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউপিতে প্রধানন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের ছবি তুলতে গেলে দৈনিক সমাজ সংবাদ পত্রিকার সাংবাদিক নুরল আমিনসহ চারজন সাংবাদিককে নির্যাতন করেন চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরীসহ তার বাহিনীর সদস্যার। 

এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে সদর থানায় চাঁদাবাজির এজাহার দায়ের করেন কচুকাটা ইউনিয়নের প্যালেন চেয়ারম্যান মো. মোশফিকুর রহামান। 

এছাড়াও দৈনিক বর্তমান কথা পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি মো. হারুন উর রশিদ, আন্দোলনকারী নেতা দৈনিক জনতার জেলা প্রতিনিধি এন এম হামিদী বাবু, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহেল রানা এবং আজকের দেশকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে এজাহার দেয়া  হয়।

গত ৬ এপ্রিল সাংবাদিক নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে জেলার সাংবাদিক সংগঠনের সদস্যরা মানববন্ধন ও জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বারকলিপি প্রদান করেন।

এছাড়াও ঘটনার পরদিন সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার ও দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবিতে সদর থানায় অভিযোগ দেয়া হয়। থানা পুলিশ বিষয়টি আমলে না নেয়ায় গত ২৩ এপ্রিল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা করা হয়। মামলা নং : পিটিশন ১৬৯/২০২৪ (সদর)।

এরই প্রেক্ষিতে গত ২৪ এপ্রিল রাতে সদর থানায় উপস্থিত হয়ে মামলা করেন মো. মোশফিকুর রহমান। তার এক ঘণ্টার মধ্যে তদন্ত ছাড়াই দায়েরকৃত মিথ্যা মামলা রুজু করেন ওসি মো. তানভিরুল ইসলাম।

তদন্ত ছাড়াই এজাহার রুজুর বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি মো. তানভিরুল ইসলাম বলেন, প্যানেল চেয়ারম্যান বাদী হয়ে এজাহার দায়ের করলে তা রুজু করা হয়েছে।

এ বিষয়ে জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল বলেন, সাংবাদিক নুরল আমিন, সোহেল রানাসহ পাঁচ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কোন প্রকার তদন্ত ছাড়া এ মামলা একতরফাভাবে রুজু করা হয়েছে।

জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল-আমিন বলেন, সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দেয়ায় তীব্র নিন্দা ও অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।

টিএইচ