বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নীলফামারীতে ৮ম কাব ক্যাম্পুরীর উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে ৮ম কাব ক্যাম্পুরীর উদ্বোধন

‘কাবিং করি সবুজ প্রকৃতি গড়ি’ এ প্রতিপাদ্যে নীলফামারীতে ৫দিনব্যাপী ৮ম উপজেলা কাব ক্যাম্পুরীর শুরু হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন সদর ইউএনও ও ৮ম ক্যাম্পুরী চিফ আশরাফুল হক।

বাংলাদেশ স্কাউটস নীলফামারী সদর উপজেলার শাখার আয়োজনে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউল গনি ওসমানীর সভাপতিত্বে এবং স্কাউটসের সহকারী লিডার ট্রেনার আবু ছায়েদ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী কান্ত রায়, বাংলাদেশ স্কাউটসের সাবেক যুগ্ম নির্বাহী পরিচালক তৌহিদ উদ্দীন আহমেদ, বাংলাদেশ স্কাউটস নীলফামারী সদর উপজেলার কমিশনার গোলাম মোস্তফা খোকন, ৮ম কাব ক্যাম্পুরীর সদস্য সচিব আতাউর রহমান, স্কাউটসের সহকারী লিডার ট্রেনার খলিলুর রহমান প্রমুখ।

৮ম উপজেলা কাব ক্যাম্পুরীর সদস্য সচিব আতাউর রহমান জানান, ৮ম উপজেলা কাব ক্যাম্পুরীতে সদর উপজেলার ৪২টি প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহণ করেছে। প্রত্যেক বিদ্যালয় থেকে একজন কাব লিডার শিক্ষকসহ ৬ জন কাব শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছে।

টিএইচ