সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

নেছারাবাদে নিখোঁজের দুদিন পর যুবকের ভাসমান মরদেহ উদ্ধার 

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

নেছারাবাদে নিখোঁজের দুদিন পর যুবকের ভাসমান মরদেহ উদ্ধার 

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠিতে) সন্ধ্যা নদীতে বড়শি দিয়ে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়া মো. সোহেল নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে নিখোঁজের দুদিন পর উপজেলার নাওয়ারা নামক এলাকার সন্ধানদীর তীর থেকে ওই ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) পুলিশ লাশ ময়না তদন্তে পিরোজপুর মর্গে পাঠিয়েছে। সোহেল উপজেলার পুর্ব চামী গ্রামের মো. তোতা মিয়ার ছেলে। সে একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং মাঝে মধ্যে নদীতে মাছ শিকার করতেন। 

নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি বনি আমিন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা শেষে লাশ ময়না তদন্তে মর্গে পাঠানো হয়েছে। 

টিএইচ