বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নেছারাবাদে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

নেছারাবাদে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠিতে) মাদ্রাসাপড়ুয়া দ্বিতীয় শ্রেণির এক শিশুকে (৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ  অভিযুক্ত  যুবক  মেহেদি হাসান বাপ্পি শেখকে (২১) গ্রেপ্তার করেছে। 

এ ব্যাপারে মঙ্গলবার রাতে ধর্ষণের শিকার শিশুর মা বাদী হয়ে বাপ্পিকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। বুধবার (২৪ এপ্রিল) বুধবার সকালে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে  এবং আসামিকে পিরোজপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে  জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে জুলুহার গ্রামের মো. মজিবুর রহমান শেখের বখাটে  ছেলে বাপ্পি প্রতিবেশী ওই শিশুর ঘরে যায় এবং ফাঁকা বাড়িতে একা পেয়ে তাকে ধর্ষণ করে। 

নেছারাবাদ থানার  ওসি (তদন্ত) এইচএম শাহিন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে এবং আসামিকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

টিএইচ