শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

নেত্রকোণার রিয়াদ হত্যামামলার প্রধান আসামি ময়মনসিংহ থেকে গ্রেপ্তার

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণার রিয়াদ হত্যামামলার প্রধান আসামি ময়মনসিংহ থেকে গ্রেপ্তার

নেত্রকোণায় চাঞ্চল্যকর খায়রুল ইসলাম রিয়াদ হত্যা মামলার প্রধান আসামি নাজমুল হক রাকেলকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। 

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের লাইট গ্রামের মো. আব্দুস সালামের সঙ্গে তারই প্রতিবেশী আব্দুস সাত্তারের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এদিকে বামনীকোনা গ্রামের আব্দুল মোতালেবের পুত্র খায়রুল ইসলাম রিয়াদ ঘটনার আগের দিন তার ফুফার বাড়ি লাইটে বেড়াতে যায়। 

গত ১৯ মে আব্দুস সালামের পুত্র নাজমুল হক রাকেলের নেতৃত্বে তার লোকজন দেশি অস্ত্রেশস্ত্রে সজ্জিত গয়ে আব্দুস সাত্তারের পুত্র আজহারুল ইসলামের ওপর হামলা চালায়। এ সময় তার মামাতো ভাই রিয়াদ ফুফাতো ভাই আজহারুলকে বাঁচাতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা তার বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে নাজমুল হক রাকেলসহ ৫ জনকে আসামি করে ২০মে নেত্রকোণা মডেল থানায় একটি হত্যা মামলা করে। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রধান আসামি রাকেলের অবস্থান শনাক্ত করে। 

পরে নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহ্ নেওয়াজের নির্দেশে এসআই হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টিম গত সোমবার রাতে ময়মনসিংহ কোতয়ালি থানা পুলিশের সহযোগিতায় চড়পাড়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান তাকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহ্ নেওয়াজ বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের জন্য গ্রেপ্তার আসামি রাকেলকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হবে।

টিএইচ