বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১
The Daily Post

নেত্রকোণায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

নেত্রকোণায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে। ‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হব বিশ্বময়’ এই প্রতিপাদ্যে মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে নেত্রকোণা সদর উপজেলা প্রশাসন এ বিজ্ঞান মেলার আয়োজন করে। 

মেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন, নেত্রকোণা সদর ইউএনও আসমা বিনতে রফিক। এসময় উপজেলা পর্যায়ে সব কর্মকর্তা, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সদর ইউএনও জানান, সর্বস্তরে বিজ্ঞান অনুরাগ ও বিজ্ঞান সচেতনতার সৃষ্টি এবং শিশু কিশোর ও তরুণদের উদ্ভাবনী শক্তি বিকাশে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, মেলায় বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ এবং সেমিনারের আয়োজন করা হয়েছে। এই মেলায় স্কুল, কলেজ ও মাদরাসার ষোলোটি টিম নিজ নিজ উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে অংশগ্রহণ করে।

টিএইচ