সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

নেত্রকোণায় ৩১ বিজিবির ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ 

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণায় ৩১ বিজিবির ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব, অসহায় ও দুস্থদের মধ্যে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুমড়ি বাজারে সরকারি শিশু পরিবার প্রাঙ্গনে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এই ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করে। 

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল মোহাম্মদ আরিফুর রহমান (পিএসসি) প্রধান অতিথি হিসেবে এই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। 

তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই আর্ত মানবতার সেবায় অসহায় ও দুস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। 

এরই ধারাবাহিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং মাহে রমজান উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরসহ প্রত্যন্ত অঞ্চলগুলোতে বিজিবি অসহায়, দুস্থ ও হতদরিদ্রের মধ্যে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এ সময় বিজিবির ক্যাপ্টেন আব্দুল আওয়ালসহ অন্য কর্মকর্তা ও জোয়ানরা উপস্থিত ছিলেন।

টিএইচ