সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নেত্রকোনার কলমাকান্দা থানার ওসি জেলার শ্রেষ্ঠ নির্বাচিত 

নেত্রকোণা প্রতিনিধি   

নেত্রকোনার কলমাকান্দা থানার ওসি জেলার শ্রেষ্ঠ নির্বাচিত 

নেত্রকোণা জেলার এবার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন কলমাকান্দা থানার ওসি মো. লুৎফুল হক। গত রোববার জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে জানুয়ারি মাসের মাসিক অপরাধ সভায় অপরাধ পর্যালোচনা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় এ শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হন তিনি। অপরদিকে একই থানার এসআই মামুন ইবনে হেলাল ও মিজানুর রহমান শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন। 

পরে নেত্রকোণা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ ওসি ও এসআই দুজনের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) হারুন-অর- রশিদ। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক, বারহাট্টা সার্কেল সুমন কুমার দাস, খালিয়াজুড়ি সার্কেল মো. রবিউল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার দুর্গাপুর সার্কেল মো. আক্কাস আলীসহ জেলা পুলিশের অন্য কর্মকর্তারা।

শ্রেষ্ঠ ওসি হওয়ার প্রতিক্রিয়ায় লুৎফুল হক জানান, আমি কাজ ও দায়িত্বকে অধিক ভালোবাসি। এছাড়াও পুরষ্কার প্রাপ্তিতে কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। আর ভালো কাজের সবসময়ই মূল্যায়ন আছে। তাই আজ শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছি।

টিএইচ