নোয়াখালীর জেলা শহর মাইজদীতে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার বাদী অ্যাড ফারুক ও তার ভাই বিএনপি নেতা আব্দুল্যাহ চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপির একপক্ষের মানববন্ধনে স্থানীয় বিএনপির অপর একটি পক্ষ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল উদ্দিন নেতা, স্থানীয় যুবদল কর্মী রাকিব জিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা সুজন মিয়া, যুবদল নেতা মো. শরীফ ও সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের আকাশ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ডা. মো. শাহজাহান, মো. কামাল উদ্দিন, জাকির হোসেন, মো. রায়হান, ভুট্ট মাঝি প্রমুখ।
মানববন্ধনে আব্দুর রশিদ ও রায়হান বলেন, আ.লীগ সভাপতি অ্যাড ওমর ফারুকের সহযোগিতায় তার ভাই বিএনপি নেতা সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল্লাহর পালিত বাহিনী আলমগীর, আলো, রানা, সফিক, কেজি ফারুক বিগত দিনে সাধারণ মানুষের হয়রানিসহ, নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে মানববন্ধনে তাদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে তাদের আহত করে।
পরে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের মধ্যে তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের আকাশ জানান, মানববন্ধনকারীরা পরিকল্পিতভাবে নিজেদের মানববন্ধনে বিশৃঙ্খলা তৈরি করে আমাদের রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার ষড়যন্ত্র করছে।
সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল্যাহ মিয়া অভিযোগের বিষয়ে জানান, স্থানীয় জনবিচ্ছিন্ন কিছু লোক আমাকে রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি দলের নাম ব্যবহার করে জমি দখলতো দূরের কথা, কারও সঙ্গে কখনো খারাপ আচরণও করিনি।
সুধারাম মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
টিএইচ