মাদক থেকে ফিরে আসার শপথ নিলেন নোয়াখালী জেলা কারাগারের মাদক মামলায় আটক ৫০০ বন্দি। বৃহস্পতিবার (৩০ মে) সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত মাদকবিরোধী সভায় বন্দিদের এ শপথবাক্য পাঠ করান।
মাদকবিরোধী শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। জেল সুপার গোলাম দস্তগীর, জেলার মনির হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ঈসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ। জেলা কারাগারে বন্দিদের সংশোধনার্থে মাদকের কুফল ও সচেতনতা বিষয়ক এ সভার আয়োজন করা হয়। এতে কারাগারে থাকা ৫০০ বন্দি মাদক পরিহারের শপথ করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল হামিদ বলেন, জেলায় মাদকদ্রব্য উদ্ধারে অভিযান, মাদকের অপব্যবহার রোধে বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।
টিএইচ