সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

নোয়াখালীতে রাসেলস ভাইপার সম্পর্কে জনসচেতনতামূলক  সভা 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে রাসেলস ভাইপার সম্পর্কে জনসচেতনতামূলক  সভা 

আতংকিত না হয়ে সাপ সম্পর্কে অবগত হয়ে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সম্পর্কে বিস্তারিত জানতে হবে। উপকূলীয় অঞ্চল নোয়াখালীতে বিষধর রাসেলস ভাইপার সম্পর্কে সঠিক তথ্যের বিষয়ে অবগত করতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। 

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী জনসচেতনতা বাড়াতে ও রাসেলস ভাইপার সম্পর্কে সচেতন করতে সোমবার (১ জুলাই) নোয়াখালী জেলা প্রসাশন ও উপকূলীয় বনবিভাগ নোয়াখালীর আয়োজনে জেলা প্রশাসন  অডিটরিয়ামে সচেতনতামূলক সভা করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক, মিল্টন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ও আলোচক থেকে বক্তব্য রাখেন, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক  ছানা উল্যাহ। নোয়াখালী বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম খলিলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নোয়াখালী উপকূলীয় বন কর্মকর্তা আবু ইউচুপ। এ সময় বক্তব্য রাখেন  সিভিল সার্জনের প্রতিনিধি ডা. ফয়সাল মাহমুদ, পুলিশ সুপারের প্রতিনিধি সারওয়ার, প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ, নোয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক   আবু নাছের মন্জু, সিনিয়র সাংবাদিক  মনিরুজ্জামান চৌধুরীসহ অন্য অফিসাররা। 

সভায়  জানানো হয়, নোয়াখালীর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত এন্টিভেনাম রয়েছে। তাই সর্প দংশনে আতঙ্কিত না হয়ে দ্রুত সেবা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। এতে জেলার সরকারি বিভিন্ন দপ্তর ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন।

টিএইচ