সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

নোয়াখালীতে শিক্ষক সমিতি কল্যাণ তহবিলের ত্রি-বার্ষিক সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে শিক্ষক সমিতি কল্যাণ তহবিলের ত্রি-বার্ষিক সম্মেলন

নোয়াখালী সদর উপজেলা শিক্ষক সমিতি কল্যাণ তহবিল উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ মার্চ) জেলা শিল্পকলা একাডেমি  
 মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন ও বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের। সদর উপজেলা শিক্ষক সমিতির  সভাপতি মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও শিক্ষক উত্তম কুমার রায়ের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শিক্ষক সমিতি নোয়াখালী শাখার সভাপতি আবুল কাশেম, প্রাক্তন  সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর।

কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবিএম আব্দুল আলিম ও জেলা কমিটির  সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির  আহ্বায়ক ও পৌর কলাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন। 

টিএইচ