সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

নোয়াখালীতে ৬ জুয়াড়ি গ্রেপ্তার  

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ৬ জুয়াড়ি গ্রেপ্তার  

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ জুন) আসামিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  এর আগে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামের আনিছুর রহমানের চায়ের দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তাররা হলেন, উপজেলার গোপালপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের রাজ্জাকপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক একই গ্রামের মৃত মোবারক উল্যার ছেলে নুর আলম তাজুল ইসলামের ছেলে আলাউদ্দিন খোপ্পা, আব্দুস সাত্তারের ছেলে মো. সোহেল, মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ রহিম, মৃত আবুল হোসেনের ছেলে আনিসুর রহমান।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজ্জাকপুর গ্রামের আনিছুর রহমানের চায়ের দোকানে জুয়ার আসরে অভিযান চালায়। পরে ঘটনাস্থল থেকে ৬ জুয়াড়িকে আটক করা হয়। এসময় ১ বান্ডেল তাস ও নগদ ২ হাজার ৯২০ টাকা জব্দ করা হয়। 

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম বলেন, আটকদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।  

টিএইচ