সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

নোয়াখালী জেলা পরিষদের পক্ষ থেকে পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা পরিষদের পক্ষ থেকে পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান 

দুর্গাপূজা উপলক্ষে নোয়াখালী জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন পূজা মণ্ডপের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন। আর্থিক সহায়তার অর্থ জেলার ৬১টি পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু। 

দুর্গাপূজা উপলক্ষ্যে গত বৃহস্পতিবার জেলা পরিষদ মিলনায়তনে এক সমপ্রতি আলোচনা সভা শেষে সনাতন ধর্মাবলম্বীদের হাতে এ অর্থ তুলে দেয়া হয়। 

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার, সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, জেলা সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু কিশোর চন্দ্র দাস প্রমুখ।

টিএইচ