নাটোরের সিংড়ায় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বাসভবনে শুক্রবার (২৮ জুন) প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্যান্সার ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান এবং প্রতিমন্ত্রী স্বেচ্ছাধীন তহবিলের চেক বিতরণ এবং কৃষি প্রণোদনা ও পৃর্ণবাসনের আওতায় রেমাল ঝড়ে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণের সময়ে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, আমার পূর্বে সিংড়ায় যারা এমপি ছিলেন তারা কি কখনও আপনাদের বাসায় ডেকে এনে আর্থিক সহায়তা করেছিল? আজ যদি শেখ হাসিনাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত না করতেন, আমাকে এমপি না বানাতেন তাহলে কি আর সহায়তা করতে পারতাম? এ সময় প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত ২৬৫০ কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করেন।
শুক্রবার (২৮ জুন) প্রতিমন্ত্রী অ্যাড. জুনাইদ আহমেদ পলক এমপির বাসভবনে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়, ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া ইউএনও হা-মিম তাবাসসুম প্রভা, বিশেষ অতিথি ছিলেন, সিংড়া উপজেলা আ.লীগ সভাপতি আলহাজ অ্যাড. ওহিদুর রহমান শেখ, পৌরমেয়র ও সিংড়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান লিখন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী প্রমুখ।
টিএইচ