কক্সবাজার পৌরসভার এবারের নির্বাচন একটি স্মরণীয় বলে মন্তব্য করেছেন সাধারণ ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কোন প্রকার অভিযোগ, উত্তেজনা, অপ্রীতিকর ঘটনা ছাড়াই সোমবার (১২ জুন) সকাল ৮ টা থেকে টানা ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। আর সেই ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী।
কক্সবাজার পৌরসভার ১২ টি ওয়ার্ডের ৪৩ টি কেন্দ্রে ২৮ হাজার ৮১৮ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী নারকেল গাছ প্রতীকের প্রার্থী মাসেদুল হক রাশেদ পেয়েছেন ২৪ হাজার ৫৭৪ ভোট। ফলে ৪ হাজার ২৪৪ ভোট ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন মো. মাহাবুবুর রহমান চৌধুরী।
ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলের নির্বাচন সমন্বয় কেন্দ্রে কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলকে জনতার বিজয় বলে মন্তব্য করেছেন মো. মাহাবুবুর রহমান চৌধুরী। তিনি বলেছেন, সাধারণ ভোটাররা আন্তরিকভাবে নৌকা প্রতীক ও আমাকে ভালোবেসে নির্বাচিত করেছেন। আমি জনতাসহ সকল স্তরের মানুষের প্রতি কৃতজ্ঞ।
নারকেল গাছ প্রতীকের প্রার্থী মাসেদুল হক রাশেদের সাথে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
এই সঙ্গে ঘোষিত ফলাফলে সংরক্ষিত ৪ টি নারী কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন, ১,২, ৩ নং ওয়ার্ড থেকে শাহেনা আকতার, ৪,৫,৬ নং ওয়ার্ড থেকে ইয়াসমিন আকতার, ৭,৮,৯ নং ওয়ার্ড থেকে জাহেদা আকতার ও ১০, ১১, ১২ নং ওয়ার্ড থেকে নাছিমা আকতার বকুল। এরা ৪ জনই বর্তমান নারী কাউন্সিলর।
১২ টি ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন, ১ নং ওয়ার্ডের আকতার কামাল, ২ নং ওয়ার্ডের মিজানুর রহমান, ৩ নং ওয়ার্ডের আমিনুল ইসলাম মুকুল, ৪ নং ওয়ার্ডের এহসান হক, ৫ নং ওয়ার্ডের শাহাব উদ্দিন সিকদার, ৬ নং ওয়ার্ডের ওমর সিদ্দিক লালু, ৭ নং ওয়ার্ডের ওসমান সরওয়ার টিপু, ৮ নং ওয়ার্ডের রাজবিহারী দাশ, ৯ নং ওয়ার্ডের হেলাল উদ্দিন কবির, ১০ নং ওয়ার্ডের সালাউদ্দিন সেতু, ১১ নং ওয়ার্ডের নুর মোহাম্মদ মাঝু, ১২ নং ওয়ার্ডের এমএ মঞ্জুর। এর মধ্যে ৩ নং, ৪ নং, ৭ নং ওয়ার্ডের নির্বাচিতরা ছাড়া নতুন।
এদিকে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১২টি ওয়ার্ডে ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ১৫ ম্যাজিস্ট্রেট, ৭ প্লাটুন বিজিবি, ১২টি র্যাব টিম ও ১২০০ জন পুলিশ দায়িত্ব পালন করছেন। আর ৪৩টি কেন্দ্রে ২৪৫টি কক্ষ রয়েছে। প্রতিটি কেন্দ্র ও কক্ষ সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, শেষ পর্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশ ধরে রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট ভোটার ৯৫ হাজার ৩৮৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫০ হাজার ১৮৪ জন ও নারী ভোটার ৪৫ হাজার ২০২ জন।
টিএইচ