নৌকার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। আশা করছি, আগামী ১৭ জুলাই জনগণ নৌকার পক্ষে রায় দেবেন, ইতিহাস সৃষ্টি করবেন। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনি গণসংযোগের সময় সাংবাদিকদের এসব কথা বলেন নৌকা মনোনীত প্রার্থী প্রভাষক সাইফুল ইসলাম শামীম।
তিনি আরও বলেন, আমি যে এলাকায় যাই সেখানকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে নৌকাকে সমর্থন জানাচ্ছেন। প্রায় ২২ বছর পর দেবিদ্বার পৌরসভা নির্বাচন হচ্ছে। মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।
তিনি আরও বলেন, পিছিয়ে পড়া এ জনপদের জন্য কাজ করতে চাই, আমি যেখানে নির্বাচনি গণসংযোগে গিয়েছি, নিজের চোখে দেখেছি, মানুষ কত দুর্ভোগে আছে। অধিকাংশ রাস্তা-ঘাটের সংস্কার নেই, ভাঙাচোরা।
এমনও রাস্তা আছে যেখানে এক কোদাল মাটিও পড়েনি দীর্ঘ ২২ বছরে। ভঙ্গুরদশা ড্রেনেজ ব্যবস্থা, অল্প বৃষ্টি এলেই রাস্তাঘাট ডুবে থাকে পানিতে, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পৌরসভার সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে।
সাধারণ নাগরিকরা বছরের পর বছর টেক্স দিয়ে আসছে বিনিময় তারা কোনো সুবিধা পাননি। আমি মাস্টার প্লানের আওতায় পুরো পৌরসভাকে ঢেলে সাজাবো। ওয়ার্ল্ড ব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থা থেকে অনুদান এনে এই পৌরবাসীর জন্য কাজ করব।
আমি নির্বাচিত মেয়র হলে মানুষের এসব কষ্ট লাঘবে কাজ করব। তিনি আরও বলেন, আগামী ১৭ জুলাই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নৌকাকে বিজয়ী করবে।
টিএইচ