শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

নড়াইলে  জাতীয় ইঁদুরনিধন অভিযান 

নড়াইল প্রতিনিধি 

নড়াইলে  জাতীয় ইঁদুরনিধন অভিযান 

‘ঈদুরের দিন হবে শেষ, গড়বো সোনার বাংলাদেশ’এই শ্লোগান সামনে রেখে নড়াইল সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়েজিত জাতীয় ইঁদুরনিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর হতে ৮ নভেম্বর পর্যন্ত একমাস ব্যাপী এ অভিযান চলবে। 

তারই ধারাবাহিকতায় নড়াইল সদর উপজেলার শেখহাটী ইউনিয়নের ডহর শেখহাটী গ্রামের বিস্তৃর্ণ আমন ধানের মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপস্থিতি ও স্থানীয় কৃষকদের সম্মিলিত প্রচেষ্টায় ইঁদুরনিধন করা হয়। 

নড়াইল সদর উপজেলায় চলতি বছরে ১৯হাজার ৮৬০ হে. জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ইঁদুর প্রায় ৩-৫ ভাগ খাদ্যশস্য নষ্ট করে জাতীয় উৎপাদনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানান উপপরিচালক দীপক কুমার রায়। 

এই  জাতীয় শত্রুকে দমনের জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে, ফাঁদ পদ্ধতি, বিষটোপ ব্যবহার, গর্তে পানি দিয়ে, কোদাল দিয়ে মাটি খুঁড়েও সর্বশেষ লাঠি দিয়ে পিটিয়ে ইঁদুরনিধন করা হয় বলে জানিয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান। 

তিনি আরোও জানান, বিভিন্ন ব্লক থেকে সংগৃহীত হাজার হাজার ইঁদুরের লেজ উপজেলা পরিষদ চত্বরে এনে ধবংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. ফরিদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অফিসার সৌরভ দেবনাথ, এ কে এম মামুনুর রশীদ উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ও কৃষক/কৃষাণী প্রমুখ।

টিএইচ