সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ একজন গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি 

নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ একজন গ্রেপ্তার

নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ শিমুল শেখ (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার রাতে জেলার সদর উপজেলার মির্জাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার শিমুল শেখ নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের মতলেব শেখের ছেলে। নড়াইল ডিবি পুলিশের ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, গোপন সংবাদ পেয়ে মাদক কারবারি  শিমুল শেখকে মির্জাপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ সময় তার কাছ থেকে ১৫০ ইয়াবা এবং তার বসতঘরের মেঝেতে মাটিতে পুঁতে রাখা ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

টিএইচ