বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নড়াইলে উপজেলা চেয়ারম্যানদের বরণ ও বিদায়ী সংবর্ধনা 

নড়াইল প্রতিনিধি

নড়াইলে উপজেলা চেয়ারম্যানদের বরণ ও বিদায়ী সংবর্ধনা 

নড়াইল সদর উপজেলায় দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান মো. আজিজুর রহমান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান সোহেল সরদার ও মহিলা ভাইচ চেয়ারম্যান রোজীকে বরণ ও সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানের বিদায় অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৬ জুন) সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ নড়াইলের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিদায় অনুষ্ঠিত হয়। ইউএনও শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কৃষি অফিসার কৃষিবিদ মো. রোকনুজ্জামান। 

প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, বিদায়ী উপজেলা চেয়ারম্যান মো. নিজামউদ্দীন খান (নিলু), ইসমত আরা মহিলা ভাইস চেয়ারম্যান। এসময় উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

টিএইচ