বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নড়াইলে খাদিজা হত্যা মামলায় নারী ইউপি সদস্য গ্রেপ্তার

কালিয়া (নড়াইল) প্রতিনিধি 

নড়াইলে খাদিজা হত্যা মামলায় নারী ইউপি সদস্য গ্রেপ্তার

নড়াইলের কালিয়া উপজেলায় গৃহবধূ খাদিজা হত্যা মামলায় পেড়লী ইউনিয়নের নারী ইউপি সদস্য (মেম্বার) ওই গ্রামের গরু ব্যবসায়ী মঈনুল ফকিরের স্ত্রী মুসলিমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে উপজেলার চাঁচুড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কালিয়া থানা পুলিশ।

এদিন বেলা ৩টার দিকে কালিয়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, গৃহবধূ খাদিজা হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা আব্দুল্লাহ মোল্যা বাদী হয়ে কালিয়া থানায় একটি হত্যা মামলার করেন। 

পরে মামলার এজাহারনামীয় আসামি নারী ইউপি সদস্য মুসলিমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, কালিয়া উপজেলার পিরোলী গ্রামের রোমিও শিকদারের স্ত্রী খাদিজা তাদের প্রতিবেশী জুবেল শিকদারের সঙ্গে পরকীয়া ছিল। এর জেরে তার স্বামীর সঙ্গে কলহের এক পর্যায়ে গত ২২ ডিসেম্বর দুই সন্তানের মা খাদিজা প্রেমিক জুবেল শিকদারের বাড়ি গিয়ে ওঠে। 

সেখানে অবস্থানকালে পরদিন ২৩ ডিসেম্বর জুবেলের বড় ভাই জাহিদুল শিকদার খাদিজাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে খাদিজা গুরুতর আহত হলে জুবেলের পরিবারের লোকজন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ ডিসেম্বর খাদিজা মারা যান।

টিএইচ