শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

নড়াইলে জমিজমার বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলে জমিজমার বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউপির চরদিঘলিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক ওলিয়ার রহমান মোল্যাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। 

পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্বার করে ময়নাতন্দতের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ওলিয়ার রহমান মোল্যা চরদিঘলিয়া গ্রামে মৃত রাজ্জাক মোল্যার ছেলে।

নিহতের স্ত্রী আসমা বেগম জানান, উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চরদিঘলিয়া গ্রামে নাসির উদ্দিনের সঙ্গে একই গ্রামের ওলিয়ার রহমান মোল্যার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল দীর্ঘদিন। 

এ ঘটনার জের ধরে শনিবার (১৩ জানুয়ারি) ওলিয়ার রহমান বাড়ি থেকে বিলে কৃষি কাজের জন্য মাঠে যাওয়ার পথে বাড়ির কিছু দূরে ওৎ পেতে থাকা রবিউলের নেতৃত্বে রবিউল, রিয়াদ, উকিল, তরুণ, টিটুল, লিটন, মফিজসহ ১৫/২০ জন মিলে আমার স্বামী ওলিয়ার রহমান মোল্যাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন আহত মোল্যাকে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে। 

লোহাগড়া হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার প্রান্ত কুমার জানান, হাসপাতালে আনার আগেই ওলিয়ার রহমানের মৃত্যু হয়েছে। 

এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি  বর্তমান শান্ত রয়েছে। অভিযুক্তদের আটকের জোর চেষ্টা চলছে।

টিএইচ