বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয় রোববার (৩০ জুলাই) সকাল বেলা ১১টায় জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর নড়াইলের আয়োজনে জেলা মৎস্য কর্মকর্তা এইচএম বদরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ডিডিএলজি জুলিয়া সুকায়নার উপস্থিতিতে এ সমাপনী অনুষ্ঠিত হয়।

 গত ২৪ জুলাই দেশব্যাপী এ মৎস্য সপ্তাহ শুরু হয়েছিল। অনুষ্ঠানে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং সুফলভোগীদের প্রশিক্ষণসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

সমাপনী দিনে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দীন খান নিলু ও জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

টিএইচ