শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
The Daily Post

নড়াইলে নাশকতা মামলায় আ.লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে

নড়াইল প্রতিনিধি

নড়াইলে নাশকতা মামলায় আ.লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার তিনটি মামলায় লোহাগড়া উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মোস্তফা কামালসহ আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের ৪৮ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) লোহাগড়া আমলি আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা চৌধুরী এ আদেশ দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. আজিজুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

এদিকে জামিন শুনানির সময় আদালত চত্বরে সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পরে আসামিদের জামিন নামুঞ্জুর হওয়ায় সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে তাদের নড়াইল জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

টিএইচ