রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

নড়াইলে সাবেক এমপি মুক্তিসহ ৯৮ জনের নামে নাশকতা মামলা

নড়াইল প্রতিনিধি

নড়াইলে সাবেক এমপি মুক্তিসহ ৯৮ জনের নামে নাশকতা মামলা

নড়াইল-১ আসনের সাবেক এমপি কবিরুল হক মুক্তি, কেন্দ্রীয় যুবলীগের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ারসহ ৯৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনের নামে নড়াগাতি থানায় নাশকতার মামলা হয়েছে। 

নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াগাতী থানার খাসিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি নওশের বিশ্বাস বাদী হয়ে গত সোমবার রাতে নড়াগাতী থানায় এ মামলা করেন। মামলা নং ১/২৬/।

এজাহার সূত্রে জানা গেছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে উপজেলার চাপাইল কালিয়া সড়কের উপর দেশীয় ও অস্ত্রসহ আ.লীগের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী সমর্থক সরকার পতনের উদ্দেশ্যে বে-আইনি সমাবেশ করে এবং সরকার বিরোধী মিছিল করে ত্রাস সৃষ্টি করে। 

এ সময় স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের বাড়ির মালামাল লুটপাটের চেষ্টা করে এবং তাদের জখমের হুমকি দেয়। জনমনে ত্রাস সৃষ্টির জন্য হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংকের সৃষ্টি করে। এ সময় বিএনপির নেতা-কর্মী সমর্থকরা তাদের বাড়িঘর ছেড়ে আশপাশের গ্রামে আশ্রয় নেয়। 

এ ব্যাপারে নড়াগাতি থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ৯৮ জনকে আসামি করে নাশকতার একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টিএইচ