শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

নড়াইলে সাবেক এমপি মুক্তিসহ ৯৮ জনের নামে নাশকতা মামলা

নড়াইল প্রতিনিধি

নড়াইলে সাবেক এমপি মুক্তিসহ ৯৮ জনের নামে নাশকতা মামলা

নড়াইল-১ আসনের সাবেক এমপি কবিরুল হক মুক্তি, কেন্দ্রীয় যুবলীগের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ারসহ ৯৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনের নামে নড়াগাতি থানায় নাশকতার মামলা হয়েছে। 

নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াগাতী থানার খাসিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি নওশের বিশ্বাস বাদী হয়ে গত সোমবার রাতে নড়াগাতী থানায় এ মামলা করেন। মামলা নং ১/২৬/।

এজাহার সূত্রে জানা গেছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে উপজেলার চাপাইল কালিয়া সড়কের উপর দেশীয় ও অস্ত্রসহ আ.লীগের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী সমর্থক সরকার পতনের উদ্দেশ্যে বে-আইনি সমাবেশ করে এবং সরকার বিরোধী মিছিল করে ত্রাস সৃষ্টি করে। 

এ সময় স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের বাড়ির মালামাল লুটপাটের চেষ্টা করে এবং তাদের জখমের হুমকি দেয়। জনমনে ত্রাস সৃষ্টির জন্য হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতংকের সৃষ্টি করে। এ সময় বিএনপির নেতা-কর্মী সমর্থকরা তাদের বাড়িঘর ছেড়ে আশপাশের গ্রামে আশ্রয় নেয়। 

এ ব্যাপারে নড়াগাতি থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ৯৮ জনকে আসামি করে নাশকতার একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টিএইচ