সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

পছন্দের ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা না করায় ডাক্তারের অসন্তোষ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

পছন্দের ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা না করায় ডাক্তারের অসন্তোষ

ডাক্তারের পছন্দের ডায়াগনষ্ঠিক সেন্টারে রোগীকে রক্তের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে পাঠান মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কের বহির্বিভাগে চিকিৎসা প্রদান কারী উপ-সহকারী কমিনিটি মেডিকেল অফিসার আশরাফুল শহীদ। 

কিন্তুু রোগী ডাক্তারের পছন্দের সালেহা ডায়াগনস্টিক সেন্টারে না গিয়ে নিউ সনো ডায়াগনস্টিক সেন্টার থেকে রক্তের ৩ টি পরীক্ষা করে নিয়ে আসলে ঘটে বিপত্তি। ডাক্তার রির্পোটের কাগজ না দেখে ছুড়ে ফেলে দিয়ে রোগীকে বের করে দেয়।

রোববার (১৮ জুন) মহেশপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসা নাটিমা ইউপির নস্তি গ্রামের সেলিম রেজার শাশুরী বাবলী খাতুন এমনি অভিযোগ করেন।

তিনি বলেন, শরীরে এলার্জি বাড়ায় সকালে মহেশপুর হাসপাতালে নিয়ে আসে তার মেয়ে জামাই। ডাক্তার দেখানোর পর ৩টি পরীক্ষা করে নিয়ে আসতে বলেন ডাক্তার। সে অনুসারে পরীক্ষা করে নিয়ে আসি, কিন্তুু ডাক্তার সে রির্পোট না দেখে ছুড়ে ফেলে দেন। 

এবং তিনি বলেন, আপনাকে যে ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়েছি সেখানে না গিয়ে অন্য ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করিয়ে নিয়ে এসেছেন কেনো? এটা আমি দেখবো না।

 উপ-সহকারী কমিনিটি মেডিকেল অফিসার আশরাফুল শহীদ বিষয়টি অস্বীকার করে বলেন, ডাক্তারের পরামর্শ ছাড়াই অনেক সময় রোগীরা নিজেরাই পরীক্ষা-নিরীক্ষা করে নিয়ে আসে। সেই রির্পোটগুলো দেখিনা এমটিই হতে পারে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ হেদায়েত বিন সেতু বিষয়টি স্বীকার করে বলেন, আমি শুনেছি এমন একটি ঘটনার কথা। সে যদি নিয়ম বহির্ভূত কাজ করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ