বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পঞ্চগড়ে শিশুদের নিয়ে শীত আনন্দ উৎসব 

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ে শিশুদের নিয়ে শীত আনন্দ উৎসব 

পঞ্চগড়ের ৭ হাজার শিশুকে নিয়ে শীত আনন্দ উৎসব চলছে। শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ উপহার দেয়া হচ্ছে। 

এর অংশ হিসেবে শনিবার (২৮ ডিসেম্বর) তেঁতুলিয়া উপজেলার মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১২শ শিক্ষার্থীর মধ্যে এ শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ উপহার তুলে দেয়া হয়। 

এসময় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার রংপুরের পরিচালক (যুগ্ম সচিব) আবু জাফর, বিশেষ অতিথি ছিলেন, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক সারজিস আলম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিজনগর ব্রাইট স্টার পাঠাগারের সভাপতি তাজউদ্দীন আহম্মেদ। 

টিএইচ