সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

পঞ্চগড় টুনিরহাট সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় টুনিরহাট সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন

পঞ্চগড় সদর উপজেলা টুনিরহাট  সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার (০৪ মে) টুনিরহাট  সাব রেজিস্ট্রি অফিসে অনুষ্ঠিত হয়। 

নির্বাচন পরিচালনা করেন, এডহক কমিটির দলিল লেখক সমিতি টুনিরহাট সভাপতি মো. জয়নাল আবেদীন ও এডহক কমিটির দলিল লেখক সমিতি টুনিরহাট সাধারণ সম্পাদক শ্রী হলেশ্বর চন্দ্র রায়। 

দলিল লেখকদের সমথনে নির্বাচিত হন সভাপতি মো. রশিদুল ইসলাম, সহ সভাপতি মো. রোকনুজ্জামান (দুলাল), সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রধান (রিংক), যুগ্ম সম্পাদক মো. আমিনার রহমান, কোষাধ্যক্ষ মো. হাসিবুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. রায়হানুল হক (রতন), কার্যকরী সদস্য শ্রী হলেশ্বর চন্দ্র রায়, মো. নজরুল ইসলাম, মো. আবদার রহমান, মো. বকুল ইসলাম, মো. রয়েনুল হাসান (সোহেল) । 

এ নির্বাচিত কমিটির মেয়াদ দুই বছর কার্যকর থাকবে। নব নির্বাচিত সভাপতি মো. রশিদুল ইসলাম জানান, আমরা নবাগত নির্বাচিত সদস্য ও সাবেক সদস্য সবাই মিলেমিশে কাজ করব। এজন্য সকলের দোয়া চাই।

টিএইচ