শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
The Daily Post

পঞ্চগড় সীমান্তে ডলার-ইউয়ান-রুপিসহ বাংলাদেশি আটক

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সীমান্তে ডলার-ইউয়ান-রুপিসহ বাংলাদেশি আটক

পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত এলাকা অতিক্রম করে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ফাইম সাইদ আহমেদ নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।  

এসময় তার কাছে থাকা ব্যাগে আমেরিকান ডলার, চীনা ইউয়ান, ভারতীয় রুপিসহ প্রায় ৫০ হাজার মুদ্রা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। শুক্রবার (১০ জানুয়ারি) বিষয়টি জানান পঞ্চগড়-১৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ।  

এর আগে গত বৃহস্পতিবার রাতে ব্যাটালিয়নের মীরগড় বিজিবি ক্যাম্পের আওতাধীন সদর উপজেলার আমতলী এলাকা থেকে বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ৪২২ এর ১০ নম্বর সাব পিলার এলাকা থেকে ১০০ গজ বাংলাদেশের ভেতর থেকে তাকে আটক করে বিজিবি। জানা গেছে, আটক ফাইম সাইদ ঢাকার রায়ের বাজার এলাকার পশ্চিম তল্লাবাগ এলাকার মৃত আবু আহমেদের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে সীমান্তের আমতলী এলাকায় ঘোরাঘুরি করছিলেন ফাইম। একপর্যায়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তাকে আট করে বিজিবি। 

এসময় তার কাছে থাকা ব্যাগে বাংলাদেশি তিন হাজার ৩০ টাকার বিভিন্ন নোট, তিনটি ১০০ ডলারের নোট, পাঁচ হাজার ৫১০ ভারতীয় রুপির বিভিন্ন নোট, পাঁচ ৭৩৭ চীনা ইউয়ান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ বলেন, ওই ব্যক্তি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এসময় তাকে আটক করে বিজিবি।  

টিএইচ