সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

পটুয়াখালীতে আইন শৃঙ্খলা রক্ষায় বিএনপির সংবাদ সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে আইন শৃঙ্খলা রক্ষায় বিএনপির সংবাদ সম্মেলন

পটুয়াখালী জেলা বিএনপির আয়োজনে গত শনিবার রাতে পটুয়াখালী প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় জাতীয়তাবাদী দল বিএনপির পটুয়াখালী জেলা কমিটির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি লিখিত বক্তব্য পাঠ করেন। 

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আ. রশিদ চুন্নু মিয়া, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. মো. মজিবুর রহমান টোটন, বিএনপি নেতা মো. মিজানুর রহমান সিকদার, বাহার উদ্দিন বাহার, পটুয়াখালী জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মো. মশিউর রহমান মিলন, পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. শিপলু খান ও পটুয়াখালী জেলা যুবদল নেতা মো. রুহুল আমিন সিকদার প্রমুখ। 

এছাড়াও পটুয়াখালী জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের জেলা পর্যায়ের নানা নেতারা ও পটুয়াখালী প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তরা বলেন, পটুয়াখালীতে আইন শৃংখলা রক্ষাসহ সাধারণ মানুষের জান-মাল বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে নিরাপদে রাখার জন্য জেলা বিএনপি সবসময় মাঠে আছে। 

আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সব রকমের সহায়তা করার আশ্বাস দেন। এছাড়াও কোথাও যদি কোন হামলা করা হয় তাহলে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।

টিএইচ